ওয়েবসাইট স্লো এর জন্য কী হোস্টিং আসলেই দায়ী?
Back to Blog
Hosting★ Featured6 min read

ওয়েবসাইট স্লো এর জন্য কী হোস্টিং আসলেই দায়ী?

আমার ওয়েবসাইট স্লো কেন? নিশ্চিত হোস্টিং বাজে! অযথা টাকা নষ্ট। বাংলাদেশি হোস্টিং মানেই জঘন্য! ফেসবুক এডে ডলার যাচ্ছে, ভিজিটর আসছে বাট পেজ লোড হতে মারাত্নক সময় নিচ্ছে! এই কথাগুলো শোনা যায় বাংলাদেশের সিংহভাগ হোস্টিং ব্যবহারকারী ও ব্যবসায়ীর মন্তব্যে!

আমার ওয়েবসাইট স্লো কেন? নিশ্চিত হোস্টিং বাজে! অযথা টাকা নষ্ট। বাংলাদেশি হোস্টিং মানেই জঘন্য! ফেসবুক এডে ডলার যাচ্ছে, ভিজিটর আসছে বাট পেজ লোড হতে মারাত্নক সময় নিচ্ছে! এই কথাগুলো শোনা যায় বাংলাদেশের সিংহভাগ হোস্টিং ব্যবহারকারী ও ব্যবসায়ীর মন্তব্যে! 

কিন্তু আদৌ কি আসল সত্য এটাই? অর্থাৎ শুধু দায় একা হোস্টিং এর?

আসলে বিষয়টা মোটেই এমন না। হোস্টিং এর দায় কখনও ৩০% তো কখনও ৭০%। প্রায় সময়েই দেখা যায় যে, সাইট স্লো থাকার পেছনে হোস্টিং এর দায় থেকে ভুল বেশি থাকে অন্য জায়গায়। এর কিছু উদাহরণ হতে পারে বিশাল সাইজের ইমেজ থেকে শুরু করে অপ্রয়োজনীয় প্লাগিন, কোড অপ্টিমাইজ না থাকা থেকে শুরু করে সার্ভার সিলেকশন অর্থাৎ প্রায় প্রতিটা দিক দিয়েই খুব সূক্ষ্মভাবে নানান কারণ লুকায়িত থাকে। কিন্তু দিনশেষে যত দোষ হোস্টিং ঘোষ। তাই আজকের পোস্টের মাধ্যমে আমরা কিছুটা হলেও জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং সর্বশেষ মানার চেষ্টা করব প্রমাণ সহ যে এই ধারণা আসলেই অমূলক কিনা! 

প্রথমত এই পোস্টটি লিখার উদ্দেশ্য কী? কাদের জন্য এই পোস্ট?

পোস্টটা মূলত বাংলাদেশের সেই সকল হোস্টিং ব্যবহারকারীর উদ্দেশ্যে করা যারা কিনা অন্ধভাবে ডিসিশন নিতে চান না কিন্তু তাদের মধ্যে রয়েছে দেশি হোস্টিং নিয়ে নানা দ্বিধা দ্বন্ড। এছাড়াও বাংলাদেশে এই সময়ে এসে ইকমার্সের জনজোয়ারের ফলে প্রচুর উদ্দ্যোক্তা তৈরি হচ্ছে ইকমার্স ও এফ কমার্স ফিল্ডে। পোস্টটা আশা করি তাদের জন্যও কাজে লাগবে। এছাড়াও যে বা যারা জানতে চান এই বিষয়ে তাদেরকেও ওয়েলকাম আজকের এই পোস্টে। 

আচ্ছা সবসময় কোন কিছু শুরু করার আগে আমাদের জেনে নেওয়া উচিত প্রবলেম টা আসলে কী! অর্থাৎ ওয়েবসাইট স্লো বলতে আসলে কী বোঝানো হচ্ছে! এটা না জানলে আসলে বোঝাই যাবে না কোথাও কোন ইস্যু হচ্ছে নাকি হচ্ছে না। তো অনেকেই বলে থাকে ওয়েবসাইট ওপেন হতে দেরি হয়। আসলে এখানে কিন্তু অনেকভাবেই এই সমস্যাটাকে ভাগ করা যায়। যেমন: 

  1. TTFB (Time to First Byte): সার্ভারে হিট করার সাথে সাথে প্রথম ফাইল লোড নিতে কত সময় লাগবে 

  2. Largest Contentful Paint (LCP): একটা ওয়েবসাইটের মেইন পার্ট অর্থাৎ হেডিং ও ইমেজ (ব্যানার) এগুলা দেখাতে কত সময় লাগছে

  3. Total Load Time: পুরো ওয়েবসাইটটা লোডিং নিতে মোট কত সময় লাগবে

এখন যদি সহজভাবে এর রিপ্লাই তে আসি তাহলে বলা যায় যে, TTFB বেশি হয়ে গেলে আপনার সার্ভার/হোস্টিং/ডেটাবেস সাইডে সমস্যা বেশি দেখা যায়। আবার LCP বেশি মানে এর জন্য বিশাল সাইজের ইমেজ, স্লাইডার, ভারী থিম, কাস্টম ফন্ট, সিএসএস ও জেএস বেশ কিছু ফাইল এখানে মূল কাল্প্রিট থাকে। 

তো, হোস্টিং স্লো হওয়ার কারণ সাধারণত ৪ টা জায়গায় লুকায়িত থাকে। যেমন:

  1. সাইটের মধ্যকার ফাইল: থিম, প্লাগিন, ইমেজ, কোড, ডেটাবেস 

  2. হোস্টিং / সার্ভার কোয়ালিটি: CPU, RAM, Server Config, I/O Limit

  3. নেটওয়ার্ক রুট: ডেটা সেন্টারের দূরত্ব, বাংলাদেশ থেকে কিরকম Latency 

  4. ট্রাফিকের নেট স্পীড ও ডিভাইস: বাজেট ফোন থেকে শুরু থেকে দুর্বল নেট সবকিছুই এর অন্তর্ভুক্ত।

আচ্ছা, মেইন পয়েন্টটা থেকে দূরে সরে আসছি? আরেহ না! বলছি। ওয়েবসাইট স্লো বলতে আসলে ৩ সেকেন্ডের বেশি সময় যদি একটা ওয়েবসাইট টোটালি লোড নিতে সময় নিয়ে নেয় তাহলে বলা যায় এখানে কিছুটা হলেও স্পীড এর সমস্যা আছে। এছাড়াও মোবাইলে সাইট ব্রাউজার ওপেন / খুলতে ডেস্কটপের চেয়ে অনেক বেশি সময় নিয়ে নেয়। তাছাড়া ছবি থেকে শুরু বাটন কিংবা হেডিং সবকিছুই লোড নেয় প্রচুর দেরিতে। 

আচ্ছা ওয়েবসাইট স্লো এত গুরুত্বপূর্ণ ই বা কেন? কারণের উত্তর খুবই সাধারণ।

আপনার ওয়েবসাইট যত স্লো, আপনার বিজনেসের পটেনশিয়াল কাস্টমারের কনভার্সন রেট তত কম। 

বাংলাদেশে এই বাস্তবতায় ওয়েবসাইট স্লো কেন বেশি মনে হয়?

কারণ তিন। 

  1. বাংলাদেশে অনেকের মতে 5G থুক্কু 4G থাকলেও বাস্তবে আসলে অনেক জায়গায় নেটওয়ার্ক ই স্টেবিল না, এর মধ্যে গ্রাম ও মফস্বলে নেট স্পীড একবারেই কম। 

  2. মোবাইল ইউজারের অধিক আধিক্যের কারণে বেশিরভাগ ওয়েবসাইট ডেস্কটপ ফোকাসড অপ্টিমাইজড করে বানানোর ফলে মোবাইলে স্লো ইস্যুর বিষয়টা অনেকাংশেই এড়িয়ে যায়। 

  3. যেহেতু এড বা পোস্ট থেকে আসা কাস্টমার, তাই এই ভিজিটররা খুবই impatient হয়ে থাকে। ক্লিক করার সাথে সাথে ওপেন না হলে এরা ব্যাক চলে আসে। 

তাই স্লো থাকা ওয়েবসাইটটা বাংলাদেশের কন্টেক্সটগুলায় আরোও বেশি পরিমাণে স্লো মনে হয়ে থাকে। 

আচ্ছা ভাই হইছে, এইবার আমারে বলেন হোস্টিং আসলে দায়ীটা কখন?

হোস্টিং দায়ী তখনই যখন কিনা আপনি

  1. খুব সস্তা শেয়ার্ড হোস্টিং ব্যবহার করছেন যেখানে আপনার একই সার্ভারে শত শত সাইট রাখা যার মধ্যে আবার সার্ভার পুরান ধাচের এবং RAM ও CPU খুবউ কম। NVME Storage টুকুও নেই। 

  2. সার্ভার রাখা আমেরিকায় কিন্তু টার্গেটেড অডিয়ান্স ও ভিজিটর গুলা আসছে বাংলাদেশ থেকে। যদিও এটার জন্য কাস্টমাররাই অনেকাংশে দায়ী ভুল প্যাকেজ সিলেক্টের কারণে কিন্তু তবুও এক্ষেত্রে তো স্লো এর পিছনে হোস্টিং ই দায়ী তাই নয় কী?

  3. সার্ভারে বারবার ডাউনটাইম হয়ে যায়, এরপর আবার নাই কোন caching system. 

বাংলাদেশে কেন সস্তা হোস্টিং স্লো বেশি হয়?

কারণ অনেক কোম্পানি ই Unlimited এর নামে প্যাকেজ নেয় যার কোন ভিত্তি ই নাই কারণ সব রিসোর্স ই সীমিত। আর একই সার্ভারে ওভারলোড করে সেল করলে পাশের সাইট বেশি রিসোর্স নিয়ে নিলে আপনার সাইটের রিসোর্স কমে যায় যার ফলে সাইট স্লো হলেও হতে পারে। 

কিন্তু বাস্তব ক্ষেত্রে ৭০% ক্ষেত্রে হোস্টিং কিন্তু দায়ী না। এটা অনেকের জন্য অবাক করার মতো বিষয় হলেও এটাই সত্য।

কারণ হোস্টিং ভালো হলে সাইট অনেক কারণেই স্লো হয়ে থাকে। যেমন: 

  1. খুব ভারী থিম, প্লাগিন ব্যবহার করা অন্যতম প্রধান কারণের একটি

  2. অপ্রয়োজনীয় বা ছোট ছোট কয়েক লাইনের কোডের জন্য নতুন নতুন প্লাগিন ইন্সটল করে অতিরিক্ত প্লাগিন ইন্সটলেশনও আরেকটা কারণ

  3. Compression ছাড়া বিশাল সাইজের ইমেজ বসানোও আরও একটি বড় কারণ 

  4. প্রপার hyrarchy অনুযায়ী ওয়েবসাইট না বানিয়ে অনভিজ্ঞ হাতে বানানোও একটা কারণ হতে পারে

অর্থাৎ এর মানে আসলে কী দাঁড়াল? 

ভালো হোস্টিং + বাজেভাবে অপ্টিমাইজড ওয়েবসাইট = স্লো ওয়েবসাইট।

আর বাংলাদেশের উদ্দ্যোক্তা ও হোস্টিং ব্যবহারকারীর সিংহভাগ ই 

  1. ৫০০ ডলার এড রান করতে চাইলেও মাসে ৫০০ টাকার হোস্টিং বাজেট রাখে না। ফলাফল, সাইট স্লো / ক্র্যাশ আর যার দরুণ ডলার লস।

  2. Unlimited এই শব্দটা প্রচুর প্রিয়। তাই যেখানেই এই শব্দটা তারা দেখে হুমড়ি খেয়ে পড়ে। 

  3. সামান্য ছোট ছোট ১/২ লাইনের কোড চেঞ্জের জন্যও ভারী অপ্রয়োজনীয় প্লাগিন ইন্সটল করে রাখে। 

  4. মোবাইল স্পীড ভুলেও চেক করে না, বা করলেও তেমন গুরুত্ব দেয় না। 

  5. নিজের পিসি থেকে সরাসরি কোন compression ছাড়াই ইমেজ আপলোড করে বসে।

  6. ইউজারদের ফিডব্যাক ও নিজে চেক না করে / দেখে বরং টুলের উপর ভরসা করে বসে থাকে। 

তাহলে এর সমাধান? হোস্টিং চেঞ্জ করলেই কী সমস্যার সমাধান?

এক কথায় না; বরং Hosting + Optimization দুইটাই করতে হবে একসাথে। যেমন:

  1. Shared Hosting এ ছোট ছোট সাইট হোস্ট করা, VPS ও Cloud এ বড় সাইটগুলা রাখা

  2. সার্ভার সিলেকশনে মনোযোগ দেওয়া। ভুল লোকেশনের সার্ভার কিনে না ফেলা

  3. মোবাইলের স্পীডের দিকে লক্ষ্য রাখা, মোবাইল ফোকাসড ডিজাইন এপ্রোচের পাশাপাশি স্পীড এর দিকেও লক্ষ্য রাখা

  4. প্রপার অপ্টিমাইজেশন ও ডেভেলপমেন্ট করা

তাই সবশেষে এটাই বলা যায়, হোস্টিং দায়ী কিন্তু একমাত্র হোস্টিং ই দায়ী বিষয়টা মোটেই এমন না বরং ভুল জায়গায় দোষ টা না দিয়ে আগে সমস্যাটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করে এরপর সঠিক সিদ্ধান্ত নিয়ে স্মার্টলি নিজের বিজনেস পরিচালনা করুন। মনে রাখবেন, 

স্মার্ট সিদ্ধান্ত = স্মার্ট বিজনেস।

Abid Hasan

Written by Abid Hasan

WordPress Expert with 4+ years of experience building custom themes, plugins, and WooCommerce stores. Passionate about helping businesses grow online.

Get in Touch
Chat
Call NowWhatsApp